করোনা আক্রান্ত হয়ে শিল্পী সেলিম চৌধুরী সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
বিখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।
সেলিম চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেই। তারপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর সেদিনই কোভিড-১৯ পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরবো বলে আশা করছি।’
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘তিনি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত অংশে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’
সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে জনপ্রিয় মরমী সাধক হাছন রাজার গান গেছে তিনি খ্যাতি পেয়েছেন। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন এই গুণী শিল্পী।