বিয়ানীবাজারে নিখোঁজের এক বছর পর ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১১:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজার থেকে ব্যবসায়ী নিখোঁজের এক বছর পর ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে একই এলাকার গাছবাড়ি এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যবসায়ী কামাল হোসেনকে (৪০) খুনের পর লাশ গুম করতে ঘাতকরা একটি পুকুরপাড়ে গর্ত করে তার লাশ পুঁতে রাখে বলে জানিয়েছে পুলিশ।
যে বাড়ির পুকুরপাড় থেকে কঙ্কাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেন না। তার বাড়ি একই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে।
জানা যায়, ব্যবসায়ী কামাল হোসন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তবে তার কোনো সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় নিয়মিত মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে দোকান কর্মচারী আমির আলী ব্যবসায়ী নিখোঁজ ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আমির আলীও পলাতক ছিলেন।
পুলিশ জানায়, ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে গতকাল সোমবার দোকানের কর্মচারী আমির আলীকে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। এর আগে তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়।
চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, ব্যবসায়ী কামাল হোসেন বাজারে মুদি দোকান নিয়ে ব্যবসা করতেন। তাকে খুঁজে পেতে তার পরিবার অনেক চেষ্টা করছিল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, প্রথম আটক আমির আমাদের সন্দেহের তালিকায় ছিল। পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল হক তাকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।