গোলাপগঞ্জে গৃহবধুকে নৌকায় ধর্ষণ, আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১১:১১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আবু বক্কর (২৮) সে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুশিয়ারা তদন্ত কেন্দ্রর ইনর্চাজ (পুলিশ পুরিদর্শক) মুরাদ উল্যাহ বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আবু বক্করের বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের মামলা রয়েছে। ওই গৃহবধু গত ৫ ফেব্রুয়ারী তার বাবার বাড়ি বসন্তপুর গ্রাম হইতে তার স্বামীর বাড়ি বাগলা নোয়াপাড়া যাওয়ার পথে আসামি আবু বক্কর নৌকার মাঝে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগে ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে আদালতে ধর্ষণের স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে বলে জানা তিনি।