কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্টেটর,পালস অক্সিমিটার ও হুইল চেয়ার প্রদান
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১০:৩৪ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপে যখন পুরো বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন কুলাউড়ার স্বাস্থ্যসেবায় নতুন কিছু আধুনিক চিকিৎসা সামগ্রী সংযোজন হলো। করোনা পরিস্থিতিতে কুলাউড়াবাসীদের স্বাস্থ্যসেবা বেগবান করতে মঙ্গলবার (৭জুলাই)জালালাবাদ এসোসিয়েশন ইউকে প্রেসিডেন্ট এম এ মুনিম বিসিএ, মোজাহিদ আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ,জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়ায় ৩টি অক্সিজেন কনসেন্টেটর ,৩টি পালস অক্সিমিটার এবং একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা.জাকির হোসেন, অফিসার ইনচার্জ কুলাউড়া থানা ইয়ারদৌস হাসান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বদরুজ্জামান, সাধারণ সম্পাদক, মঈনুল ইসলাম, সহ: সাধারণ সম্পাদক, আতিকুর রহমান আখই,সহ: সভাপতি, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী , উপজেলা জামে মসজিদের খতিব মুফতি আহসান উদ্দিব, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া ব্যক্তিবর্গ।
এসময় স্বাস্থ্যসেবা উন্নয়নে উন্নতমানের চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তা এবং কুলাউড়াবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।অনুষ্ঠানটির সমন্বয় সাধন করেন মোঃ হাসানুল হক উজ্জ্বল,সিনিয়র স্টাফ রিপোর্টার,চ্যানেল এস,ইউকে।
সংকটাপন্ন রোগীর চিকিৎসায় উন্নতমানের যুগপোযোগী আধুনিক চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তা অপরিসীম।
এ মহতি উদ্যোগের জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,কুলাউড়া এর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রেসিডেন্ট বিসিএ, এম এ মুনিম ,ভাইস প্রেসিডেন্ট ,জালালাবাদ এসোসিয়েশন ইউকে মোজাহিদ আলী চৌধুরী, এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।