আজ ওসমানীর ল্যাবে সিলেটের আরও ৪১ জন আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২৯ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৩৮১ জনের শনাক্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯০ জন। করোনা আক্রান্ত ২৩৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে ১ হাজার ৮৯৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।