আজ শাবির ল্যাবে আক্রান্ত আরও ৩৩ জন
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৯:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন করে আরও ৩৩ জনের করোনা পজিটিভ রোগি পাওয়া গেছে। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষা শেষে তাদের করোনা শনাক্ত হয়।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক হাম্মাদুল হক চৌধুরী জানান, আজ শাবির পিসিআর ল্যাবে সিলেটের ৭০টি ও সুনামগঞ্জের ১১০টিসহ ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মাঝে ১৪ জন সুনামগঞ্জের ও ১৯ জন সিলেটের। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৮৮ জন ও সুনামগঞ্জে ১ হাজার ১১৭ জন।