১০ লিটার চোলাই মদসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিন লাইন এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক দ্বীপনায়ণ ভর (২৪) মাধবপুর চা বাগানের দক্ষিনলাইন এলাকার শুকদেও ভর এর ছেলে। গত সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে মাধবপুর দক্ষিণ লাইন এলাকায় দ্বীপ নারায়ন ভর এর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রামে থাকা ১০ লিটার দেশীয় চোলাই মদসহ দ্বীপনারায়ন ভরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।