বিয়ানীবাজারে ৮ মাস আগে নিখোঁজ ব্যবসায়ীর কংকাল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারের চারখাই থেকে ৮ মাস আগে নিখোঁজ ব্যবসায়ীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে চারখাই ইউনিয়নের গাছবাড়ি এলাকায় ব্যবসায়ী কামাল হোসেনের নতুন বাড়ির পুকুরপাড়ের মাটি খুঁড়ে কংকালটি পাওয়া যায়।
জানা গেছে, কামাল হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবাররের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। পরে কোন সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে সোমবার দোকানের কর্মচারি আমির আলীকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে ব্যবসায়ী কামাল হোসেনের নতুন বাড়ির পুকুর পাড়ের মাটি খুঁড়ে কংকাল উদ্ধার করে পুলিশ। ওই বাড়টিতে একটি ঘর থাকলেও কেউ বসবাস করে না।