আজ রানওয়ে ম্যানিয়াক’র লাইভে আসছেন সৈয়দ রুমা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১২:০৬ অপরাহ্ণ
বিনোদন প্রতিবেদক:
করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। ক্রমেই বাংলাদেশে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ঘরে থাকার চেষ্টায় আছেন। সবাই এখন আছেন ভার্চুয়াল আলাপচারিতায়। ঠিক তেমনই এক আয়োজন করেছে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি প্রতিদিনের ফেসবুক লাইভ সেশনের আয়োজনে এবার আড্ডা আলাপচারিতায় আসছেন বাংলাদেশের টপ রেম্প মডেল, কোরীওগ্রাফার ও প্রিয়দর্শিনী ব্রাইডাল কন্যা সৈয়দ রুমা।
আজ (৭জুলাই) মঙ্গলবার রাত ৯ টায় দেশের জনপ্রিয় রেম্প মডেল, কোরীওগ্রাফার ও প্রিয়দর্শিনী ব্রাইডাল কন্যা সৈয়দ রুমা আসবেন রানওয়ে ম্যানিয়াক Runway Maniac মডেল এজেন্সি “করোনায় সেলিব্রিটি আড্ডা” নিয়ে সরাসরি লাইভ আড্ডায়।