গোলাপগঞ্জে এবার স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আব্দুল হামিদ (৪৫) করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আমুড়া ইউপির আমুড়া উত্তরপাড়া গ্রামে তার বাড়ি।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।
তিনি ৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এনিয়ে গোলাপগঞ্জে ১৫৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮০জন ও মৃত্যুবরণ করেন ৮জন।