বিয়ানীবাজারে আরও ১০ জন করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত সোমবার (৬ জুলাই) রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ৩ জন, চারখাইয়ের ১ জন, বৈরাগীবাজারের খশির এলাকার ১ জন, পৌরসভার খাসা গ্রামের ২ জন, নয়াগ্রামের ১ জন, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের ১জন এবং একজন চিকিৎসক রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিলেটে ওসমানী হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা পজেটিভ রিপোর্ট আসে।
নতুন শনাক্ত ১০ জনসহ বিয়ানীবাজার উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন ৫ জন।
এদিকে, করোনা সংক্রমনের শুরু থেকেই বিয়ানীবাজারে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করে আসছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগীদের নাম ঠিকানা প্রকাশ করার ফলে অনেক রোগী সামাজিক হেনস্তার শিকার হচ্ছেন তাই উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এখন থেকে রোগীদের সরাসরি পরিচয় প্রকাশ করা হবেনা।