লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র জয়েন্ট কেবিনেট ট্রেজারার হলেন কাজী মুকিত সুমন
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১, বাংলাদেশ- এর (২০২০-২০২১ সেবা বর্ষের) ডিস্ট্রিক্ট কেবিনেট গঠন করেছেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক (পিএমজেএফ)।
সম্প্রতি ডিস্ট্রিক্ট লায়ন লিডারদের নিয়ে ভার্চুয়াল এক ভিডিও মিটিং এর মাধ্যমে ডিস্ট্রিক্ট গভর্নর এই কেবিনেট ডিক্লিয়ারেশন করেন । এতে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির বর্তমান প্রেসিডেন্ট লায়ন কাজী আব্দুল মুকিত সুমন-কে ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।
লায়ন কাজী আব্দুল মুকিত সুমন বিগত সময়ে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট, সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ডিস্ট্রিক ৩১৫ বি-১ এ লায়ন কাজী আব্দুল মুকিত সুমনকে জয়েন্ট কেবিনেট ট্রেজারার হিসেবে নির্বাচিত করায় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক (পিএমজেএফ) এর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এছাড়াও পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান স্যার, পিডিজি লায়ন মোস্তফা কামাল (এমজেএফ) স্যার এর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তার নিজস্ব ক্লাব লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন খন্দকার সিপার আহমদ মহোদয় ও ক্লাবের সকল লায়ন নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লায়ন কাজী আব্দুল মুকিত সুমন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, সিলেট লায়ন্স আই হসপিটালের প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য।
লায়ন কাজী আব্দুল মুকিত সুমন বেশ কিছু সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত রয়েছেন। তিনি তার আবাসিক এলাকা চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি, চালিবন্দর জামে মসজিদের কোষাধ্যক্ষ, সিলেট সিটি সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাজী আব্দুল মুকিত সুমন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাজীর গাঁও গ্রামের মরহুম কাজী আব্দুল বারী ও রাবেয়া খাতুন চৌধুরী এর তৃতীয় পুত্র। তিনি বর্তমানে সিলেটের চালিবন্দর এলাকায় বসবাস করেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার।
তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।