করোনা আক্রান্ত হয়ে কুলাউড়ার একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এতথ্য নিশ্চিত করেছে।
মৃত ব্যক্তির নাম হাফিজ মোহাম্মদ। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা তওহীদ আহমদ আরও জানান, মৌলভীবাজার জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৫৫৭ জন।