বিএনপি নেতা এমএ হক’র মৃত্যুতে চেয়ারম্যান মফুরের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ১২:২২ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তান, করোনা উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ. হক। গত শুক্রবার সকাল ১০টা ১৫মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর।
এক শোক বার্তায় তিনি বলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক একজন সজ্জল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এম এ হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে শূন্যতা দেখা দিবে।
তিনি আরো বলেন- এমএ হক ব্যক্তি গত ভাবে খুব ঘনিষ্ঠ একজন মিলের মানুষ ছিলেন। বালাগঞ্জ সরকারি কলেজ, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা ছিলেন। এমনকি এলাকার উন্নয়ন নিয়ে মরহুম এমএ হক’র সাথে আলাপ আলোচনা হতো।
পরিশেষে মরহুমে রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।