ওসমানীতে আরও ৫৩ জনের দেহে করোনা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ১:৩৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে নতুন করে আরও ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শনাক্তদের মধ্যে ৩৮ জন সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলার, জৈন্তাপুরের ১ জন, গোলাপগঞ্জের ৬ জন, বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।