মৌলভীবাজারে করোনায় একদিনে ২ ব্যক্তির মৃত্যু, লাশ দাফন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৬:৪০ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুবরণ করা দুই ব্যক্তির লাশ দাফন করেছে তাকরীম ফিনারেল ফাউন্ডেশন। শুক্রবার (৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন জানাজার ইমাম মাও. মাহফুজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তফজ্জুল হোসেন (৭৩) ও মহসিন রেজবীর নামের দুই ব্যক্তি। পরে বিষয়টি তাকরীম ফিনারেল ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে জানাজা ও দাফনের ব্যবস্থা করেন।
তিনি আরো জানান, মৃতদের মধ্যে তফুজ্জুল হোসেন মৌলভীবাজারের সোনাপুর গ্রামের বাসিন্দা। আর মহসিন মৌলভীবাজার মডেল থানার অবসরপ্রাপ্ত এসআই। প্রথমে সোনাপুরের তফজ্জুল হুসেন ও পরে এসআই মহসিন রেজবীর লাশ দাফন করা হয়েছে।