সিলেটে এমএ হকের প্রথম জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের প্রথম জানাজা সিলেট নগরীতে মানিকপীর টিলায় অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত সময়ানুযায়ী বাদ আছর বিকাল সাড়ে ৫টায় মানিকপীর টিলার সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন এম.এ হকের দরগাহ মসজিদের মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।
জানাজায় উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষজন। জানাজা শেষে মরহুমের লাশ বালাগঞ্জে নিজ গ্রাম কলুমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।