সুনামগঞ্জে হাওরের পানিতে পড়ে যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ১১:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে বাবু মিয়া (২৮) নামের একজন নিখোঁজ হয়েছেন। বাবু মিয়া উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে বাবু মিয়াসহ কয়েকজন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ধান কিনতে যায়। ধান কিনে নৌকায় করে ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথিমধ্যে ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থানে তাদের নৌকাটি বিদ্যুতের তারের সাথে ধাক্কা লাগে। এসময় বাবু মিয়া বিদ্যুতের তারের সাথে লেগে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হয়।
এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে নিখোঁজ বাবুকে উদ্ধারের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী এই নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।