বিয়ানীবাজারে ১৪ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে ১৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ২ জুলাই বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজার উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তরা হচ্ছেন কসবা গ্রামের সাকেরা বেগম (২৬), শাহীন হোসেন (৪), শিরিন হোসেন (৬)
মথিউরা গ্রামের মোঃ সালেহ উদ্দিন (৫৮), মোঃ এবাদুর রহমান (১৯), কলেজ রোডের যাদব কর্মকার (৩৬), নয়াগ্রামের রজত চন্দ্র (৫৮), মোকাম রোডের মোঃ আলী এলাহি ( ৩৫), সাইফুর রহমান (৩৫), পার্থ সারথি চক্রবর্তী (৩৩), মানিক দাস (৩২), ব্যাংক এশিয়ার শাখাওয়াত হোসেন ( ৩৭), নুরুল ইসলাম (৩২) ও আক্তার হোসেন (২৮)।
উপজেলা হেলথ কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার যে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল তারমধ্যে ১৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন ১৪ জনসহ ২ জুলাই পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় মোট ১১৯ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন এবং মারা গেছেন ৫ জন।