সিলেটে নতুন করে চিকিৎসক ও পুলিশ সদস্যসহ ৩৪ জন করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক ও ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করেনাভাইরাসে আক্রন্তের সংখ্যা ২ হাজার ৬৫৯ জনে দাঁড়াল।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৬ জন, কানাইঘাটের ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ৪ জন, ফেঞ্চুগঞ্জ ৪ জন, কোম্পানিগঞ্জের ২ জন এবং ৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৯৫ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১ হাজার ১৪ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫শ জন।
সিলেট বিভাগে ৭৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২ জন, মৌলভীবাজারে ৪ জন, সুনামগঞ্জে ৭ জন ও হবিগঞ্জে ৬ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৮৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটে ৪৫৬ জন, সুনামগঞ্জে ৫২৮ জন, হবিগঞ্জে ২৪৭ জন ও মৌলভীবাজারে ২৫৬ জন।