দেহব্যবসার জন্য কিশোরীকে ঢাকা থেকে অপহরণ করে আনা হলো সিলেটে : অত:পর…
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২০, ৮:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা থেকে অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীকে অপরহণের দায়ে দুই তরুণকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার দক্ষিণ জোনের ওসি আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে জালালাবাদ থানার আখালিয়া নতুনবাজার এলাকা থেকে ডিবি পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।
উদ্ধারকৃত কিশোরীর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। তার বাবা বর্তমানে ঢাকার বনানীর করাইল বিটিসিএল কলোনীর বাসিন্দা।
গ্রেফতাররা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার ধল গ্রামের মো. বায়জিদ উল্লার ছেলে জাহান মিয়া (২৫) এবং একই উপজেলার আনোয়ারপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রোমান মিয়া (২১)।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, গত ২৪ জুন ওই কিশোরী তার মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এ ঘটনায় কিশোরীর ভাই গত ২৬ জুন ঢাকা মহানগর পুলিশের বনানী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরবর্তীতে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে ওই কিশোরী সিলেট শহরে আছে জানতে পেরে বুধবার সকালে কিশোরীর ভাই তাকে উদ্ধারের জন্য সিলেট জেলা পুলিশের সহায়তা চান। এরপর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ভিকটিমকে উদ্ধারে কাজ শুরু করে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতের বেলা ফার্মগেট এলাকায় মানবপাচাকারী চক্রের সদস্য জাহান মিয়া ওই কিশোরীকে পেয়ে কৌশলে সিলেট এনে চক্রের অন্য সদস্য রোমান মিয়ার কাছে হস্তান্তর করে। পরে রোমান মিয়া ভিকটিমকে বিক্রির উদ্দেশ্যে সিলেট নগরের আখালিয়া নতুন বাজার এলাকার বাসিন্দা শুভরাজের কাছে রাখে। অপহৃত কিশোরীকে দেহব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে মানবপাচারকারী চক্র সিলেটে নিয়ে এসেছিল বলেও জানায় ডিবি পুলিশ সূত্র।
গ্রেফতার দু’জন ও উদ্ধারকৃত কিশোরীকে ঢাকা মহানগর পুলিশের বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা পুলিশের এই মুখপাত্র।