মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় জেলা যুবদল নেতা নিহত
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২০, ৩:২১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ছাত্রদলের জেলা কমিটির সাবেক সদস্য ও সদর উপজেলা যুবদল নেতা জগলুল হক মতিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অবস্থায় সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার(১ জুলাই) রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন।
জগলুল হক মতিন (৪৫) মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বেকামুরা এলাকার আরিফুল হকের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশির অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২২শে জুন সোমবার জগলুল হক মতিন বাড়ি ফেরার পথে রাতের আঁধারে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন।