জবানবন্দি: শ্রীমঙ্গলে প্রতিশোধ নিতে শিশুকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২০, ১০:৫৫ অপরাহ্ণ
স্বপন দেব,মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের একটি শিশু হত্যার দায়ে ঘাতক ইউনুসকে পুলিশ আটক করেছে । আটক ইউনুস প্রথমে পুলিশের কাছে স্বীকার করেছে তাকে চোর অপবাদ দেয়ায় সে প্রতিশোধ নিতে শিশুটিকে দা কুপিয়ে হত্যা করেছে।
গত মঙ্গলবার উপজেলার বিলাশছড়া চা বাগানে এ হত্যাকান্ড ঘটেছে। শিশুটির নাম রিমন গড় (৫)। সে ওই বাগানের শিবু গড় এর ছেলে। ইউনুসকে বুধবার মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
কোর্ট সূত্রে জানা যায়, আসামী আদালতে খুনের ঘটনাটি ফৌজদারী কা. বিধির ১৬৪ ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, ইউনুসকে বেশ কিছু মাস আগে শিবু রামের রিক্সার ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি মেম্বার। কিন্তু সে ওই টাকা দিতে পারেনি। তাকে প্রায়ই শিবরামের পরিবারের লোকজন তাকে চোর বলে সম্মোধন করতো। এই অপমানের প্রতিশোধ নিতেই সে (৩০ জুন) মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা বাগানে নিয়ে যায় এবং সেখানে দা দিয়ে কুপিয়ে শিশুটিকে খুন করেছে। ইউনুস মৌলভীবাজার আদালতে স্বীকারক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে ওসি জানান।