মৌলভীবাজারে নকল হ্যান্ড সেনিটাইজারসহ নিম্ন মানের মাস্ক বিক্রি বন্ধে অভিযান
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় বুধবার ১ জুলাই মৌলভীবাজার রাজনগর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সময় টেংরাবাজার, তারাপাশা বাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করা হয়। উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে টেংরাবাজারে অবস্থিত মা এন্টারপ্রাইজকে ৫ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত দত্ত ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার জরিমানা করা হয়।
লুবনা বেগম নামের একজন অভিযোগকারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারাপাশা বাজারে অবস্থিত শিপন মিয়ার মাছের দোকানকে ২ হাজার টাকা জরিমানা হয়। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং অভিযোগকারীকে আইন অনুসারে জরিমানার ২৫%=৫০০/- টাকা প্রদান করা হয়।
পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার, নকল মাস্কসহ প্রয়োজনীয় এই সকল জিনিসপত্র যাতে কেউ বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।