সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ৪৬১৪ জন, ৭৭ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২০, ৩:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (১ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে আক্রান্ত চার হাজার ৬০০ ছাড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়। বাকিদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে পাঠানো হয়। গত ২৪ ঘন্টায় বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৬১৪। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫০ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৬১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫৫০ জন, সুনামগঞ্জে ৯৯০ জন, হবিগঞ্জে ৬০৫ জন ও মৌলভীবাজারে ৪৬৯ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে ৭৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬১ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে ছয়জন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলার দুইজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১১৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৫৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ১৮ জন।
জানা গেছে, সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত ১৩০৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪১২ জন, সুনামগঞ্জে ৪৫৯ জন, হবিগঞ্জে ২১৮ জন ও মৌলভীবাজারে ২১৫ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৭ জন।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে
নতুন করে সিলেট বিভাগের আরও ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।’