কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার পেলো ১৬০ পরিবার
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ১৬০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০জুন) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০কেজি করে চাল ১৬০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এসব চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, দেওয়ান আব্দুর রহিম মুহিন, কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারী কয়ছর মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।