গোলাপগঞ্জে আরও ১ জন করোনায় আক্রান্ত ,মোট শনাক্ত১৩১
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গীর্দ গ্রামের লায়েক আহমদ (৩৬)। তিনি গত (১৩ জুন) নমুনা জমা দেন। আজ ঢাকা থেকে তার রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।
এ নিয়ে উপজেলায় আজকের নতুন ১ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন।