জগন্নাথপুরে স্বাস্থকর্মী সহ আর ও ২ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ৮:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১জন স্বাস্থ্যকর্মীসহ মোট ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জে করোনাভাইরাসে মোট ৮৪জন আক্রান্ত হয়েছেন এবং ৫১ জন সুস্থ হয়েছেন।
জানা যায়, সোমবার ( ২৯ জুন) রাত ১২টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের ২জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত স্বাস্থকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী।
মঙ্গলবার (৩০জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.খোকন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত একজনকে হোম আইসোলেশনে এবং অন্যজনকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখেন। পাশাপাশি চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন। এ সময় উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায়, স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ, সমাজকর্মী রাজীব চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন ঘোষিত ৮ জন সহ সর্বমোট ৫১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন,১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ,সিলেট থেকে পজেটিভ হয়ে আসা একজন সহ মোট ৫ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২৮ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।