বিয়ানীবাজারে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ২:৩৭ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়।
সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে নমুনা পরীক্ষায় ৫ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় ২ জন পজেটিভ শনাক্ত হন। তার হচ্ছেন, বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের ফাতিমা সিদ্দিকা(২৫), রুনি বেগম(৩৫), রহিমা বেগম(৫২), হামিদুর রহমান(২৯), পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের জামাল উদ্দিন(৪৮), দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাঙ্গালহুদা গ্রামের আয়শা খানম চৌধুরী(৬৫) ও চারখাই ইউনিয়নের নোয়াখানী গ্রামের সুরাইয়া ইয়াসমিন(৩০)।
মঙ্গলবার সকালে ঢাকা ল্যাব থেকে আরো ৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। তার হলেন, মাথিউরা উত্তরপাড় গ্রামের আব্দুর রহমান(২৭), কসবা চালিকোনা গ্রামের নাইম আহমদ(৪৮) ও ময়নুল ইসলাম(২২), কসবা গ্রামের মোঃ নূর উদ্দিন(৩৩), উপজেলা কৃষি অফিসের কর্মচারী বিম চন্দ্র দাস, খাসা গ্রামের রুবিনা ইয়াসমিন(৪০), আলীনগর গ্রামের নাজমিন বেগম(৪০) এবং তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা গ্রামের জুবের আহমদ(৪২)। উল্লেখিত ৮ জন গত ১৩ ও ১৫ জুন নমুনা দিয়েছিলেন।