বিয়ানীবাজারে আরও দুইজনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ২৮ জুন রোববার রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্তরা হলেন, চারখাই ইউনিয়নের নাজমা বেগম (৫০) ও লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামের শ্যামল রায় (৬৫)। এরমধ্যে শ্যামল রায় গত ২৬ জুন সিলেটে মারা যান। ঐদিন রাতেই স্বাস্থ্যবিধি মেনে তাকে দাহ করা হয়। জানা গেছে, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ২৪ জুন শ্যামল রায়ের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে প্রেরণ করা হয়েছিল।
নতুন দু’জন সহ বিয়ানীবাজার উপজেলায় মোট ৮৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন এবং মারা গেছেন ৫ জন। চিকিৎসাধীন আছেন ৪৬ জন। এছাড়া একজন পলাতক রয়েছেন।