দুই ল্যাবে সিলেটের মোট ৭৭ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলায় নতুন করে আরও ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৫ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২৫ জন, বিয়ানীবাজার উপজেলার দুজন, বালাগঞ্জ উপজেলার তিনজন, বিশ্বনাথ উপজেলার তিনজন, কানাইঘাট উপজেলার দুজন, ফেঞ্চুগঞ্জ উপজেলার দুজন, গোয়াইনঘাট উপজেলার দুজন, কোম্পানীগঞ্জ উপজেলার একজন, গোলাপগঞ্জ উপজেলার দুজন, দক্ষিণ সুরমার একজন।
এছাড়াও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি মৌলভীবাজারের রাজনগরের একজন, হবিগঞ্জের নবীগঞ্জের একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে সিলেটের ৩২ জন আর সুনামগঞ্জের ১৩ জন বলে জানা গেছে।
সোমবার সিলেটের ৭৭ জন, হবিগঞ্জের ৩৯ আর সুনামগঞ্জের ১৩ জন নিয়ে সিলেট বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২২ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৪২৫, সুনামগঞ্জে ৯৮৫, হবিগঞ্জে ৫৯৩ এবং মৌলভীবাজারে ৪১৯ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১৪২, সুনামগঞ্জে ৯২, হবিগঞ্জে ৬৪ এবং মৌলভীবাজারে ৬ জন।