সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ৯:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে মাংস বিক্রেতা ও কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার চৌমুহনীতে একটি মাংসের দোকানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।