সিলেটে রাতের আঁধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে নিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ২:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে সিলেটে এমনিতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এ অবস্থায় রাতের আঁধারে সিলেটের কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে কানাইঘাট বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার উজানে সুরমা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দেয় দুর্বৃত্তরা। রোববার স্থানীয় স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত করে।
বাংলদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, পানি এমনিতেই নদীর বিপদসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় দ্রুত বাঁধটি মেরামত করা সম্ভব না হলে কানাইঘাটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতো।
তিনি ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কোথাও ক্ষতিগ্রস্থ হলে তা দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করেন।