বালাগঞ্জ সদরে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ১৫জন
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ২:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের নতুন করে এক বৃদ্ধা করোনা শনাক্ত হয়েছেন। বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর । গতকাল রবিবার (২৮ জুন)রাতে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাব থেকে উপরোল্লিখিত মহিলার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
গত কাল শনিবার (২৭ জুন) অগ্রনী ব্যাংকের এক কর্তকর্তা সহ ওই দিন দুইজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এইচ এম শাহরিয়ার। তিনি বলেন, আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এমনি বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স টিম তাঁদের প্রতি নজর রাখবেন।
উল্লেখ্য, এনিয়ে বালাগঞ্জ উপজেলায় করোনায় শনাক্ত হয়েছেন ১৫ জন। এমনকি তাঁরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং শারীরিক ভাবে সুস্থ রয়েছেন সবাই।