সিলেটে আরো ৭৩ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ১২:৫২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নতুন করে আরো ৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৩২৩ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৭১ জনের করোনা পজেটিভ আসে। তাদের সবার বাড়ি সিলেটে। এর মধ্যে বেশির ভাগ রোগীর বাড়ি হচ্ছে সিলেট নগর এলাকায়।
এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জের বাসিন্দা ২৬ জনের করোনা পজেটিভ এসেছে। সিলেটের দুই রোগীরও করোনা পজেটিভ এসেছে।