সিলেটে শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২০, ৭:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।
তিনি বলেন, ‘আজ রবিবার (২৮ জুন) সকাল এগারোটায় সুনামগঞ্জ সদরের একজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃতের বয়স ৫২ বছর। তিনি গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘বেলা ২টা ৪৫ মিনিটে হাসপাতালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’