বিয়ানীবাজারে একদিনে ২৬ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২০, ২:৪৭ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে একদিনে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৬টি পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ১ জন মৃতসহ ২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পুরাতন দুই রোগীর দ্বিতীয় স্যাম্পলের রিপোর্ট পজেটিভ এসেছে।
আক্রান্তরা হচ্ছেন শেওলা ইউনিয়নের আলাউদ্দিন, সমিরুন নেছা, রুজি বেগম, চারখাই ইউনিয়নের রহিমা বেগম, পৌরসভা এলাকার খাসা গ্রামের রাবেয়া বেগম, শেখ আবুল কাশেম, আব্দুল্লাহ আল নোমান, হাবিবুর রহমান, টিএমএমএস কর্মী বিমল দেব বর্মন, কসবা গ্রামের রাবেয়া বেগম, সুপাতলার হাজী আব্দুর রহিম, সরওয়ার হোসেন, শ্রীধরা গ্রামের রায়হানা বেগম, উপজেলা তথ্য অফিসের কর্মচারী এমদাদুল হক রাকিব, তিলপারা ইউনিয়নের আহমেদ বেলাল, বৈরাগীবাজারের শারমিন বেগম, মাথিউরা পূর্বপারের জহুর উদ্দিন, খলাগ্রামের মৃত বুরহান উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নের আবুল কাশেম, আব্দুল জব্বার তাফাদার, সালমা আক্তার মুন্নি, শাহেনা বেগম, তাসমিয়া, তাসমিন আক্তার, রায়ান ও রোহান আহমেদ।