লিও ক্লাব অব সিলেটের ২০২০-২১ সেবা বর্ষের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২০, ১১:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সরকারের যথাযথ সাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে লিও ক্লাব অব সিলেটের এই বর্ষের শেষ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মানিকপীরস্থ লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
লিও ক্লাব সিলেট এর এডভাইজার লায়ন ইমরান আহমেদ এর সভাপতিত্বে মিটিংয়ের কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অব সিলেট এর সভাপতি লায়ন আব্দুল হামিদ, সেক্রেটারি লায়ন মুহিতুর রহমান এবং জয়েন্ট সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন। মিটিংয়ে তারা লিওদের উদ্দেশ্যে অনেক দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণা যোগান।
লিওদের পক্ষে উপস্থিত ছিলেন লিও ক্লাব ডিরেক্টর লিও আশরাফুল আহমেদ,লিও প্রেসিডেন্ট লিও জাকির আহমেদ,ভাইস প্রেসিডেন্ট লিও শায়েল আহমেদ,সেক্রেটারি লিও শাওন রায়,লিও দাইয়ান,লিও নাঈম,লিও সামিয়া সহ অন্যান্যরা। মিটিংয়ে লিও ক্লাব সিলেটের ২০২০-২১ সেবা বছরের কমিটি উথাপন করা হয় এবং পরবর্তীতে লায়ন্স ক্লাব অব সিলেটের সাধারণ সভায় পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
২০২০-২১ সেবা বছরের সভাপতি হিসাবে নির্বাচিত হন লিও শায়েল আহমেদ, ১ম ভাইস সভাপতি লিও ঝলক চক্রবর্তী, ২য় ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল ইসলাম, ৩য় ভাইস প্রেসিডেন্ট লিও শাওন রায়, সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন লিও দাইয়ান আহমেদ, জয়েন্ট সেক্রেটারি লিও মাহবুবা ইতি, লিও ইমরান আহমেদ, ট্রেজারার পদে লিও সামিয়া জামান, জয়েন্ট ট্রেজারার লিও নাঈম আহমেদ, লিও ইমন আলী। টেমার হিসাবে লিও ইমন হোসাইন এবং টেইল টুইস্টার লিও ইসরাত জাহান। উল্লেখ্য লিও ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব সিলেট এর অবিভাবকত্বে আর্তমানবতার কাজে অংশগ্রহণ করে আসছে