সিলেটে মালিকের মেয়েকে অপহরণ করল গাড়িচালক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২০, ১০:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট থেকে এক কিশোরী অপহৃত হওয়ার ২৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী যুবককেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৮ মে) ঢাকার কদমতলী থানা এলাকা থেকে সিলেটের অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী সেবুল মিয়া তালুকদারকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতার সেবুল মিয়া সিলেটের ওসমানীনগর থানার রাঙ্গাপুর গ্রামের মোক্তার মিয়া তালুকদার ওরফে কালা মিয়ার ছেলে।
শনিবার (০৯ মে) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ এপ্রিল বেলা ১১টার দিকে সিলেট নগরের মীরাবাজার শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে সেবুল মিয়া। আসামি সেবুল মিয়া ওই কিশোরীর বাবার গাড়িচালক।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে। আসামি ওই কিশোরীকে নিয়ে বারবার স্থান পরিবর্তন করায় একাধিকবার অভিযান পরিচালনা করেও আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার সম্ভব হচ্ছিল না।
অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে শুক্রবার ঢাকার কদমতলী থেকে উদ্ধার করা হয় এবং আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপহৃত কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে ভর্তি করা হয়েছে।