সিলেটে স্বাদসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২০, ১২:০৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ভেজাল খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে সিলেটে তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ এর সহযোগিতায় আজ মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এ অভিযান পরিচালনা করে।
দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলাম এবং সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। র্যাবের পক্ষে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অনন্ত মুড়ি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্বাদ অ্যান্ড কোংকে ১০ হাজার টাকা এবং সুমন ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়।