ছাতকে প্রধানমন্ত্রীর অনুদান পেল ৪৮ কওমী মাদরাসা
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ১১:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ছাতকের ৪৮টি কওমী মাদরাসার দুস্থ, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে প্রেরিত নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাদরাসা প্রধানদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এ সময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, অদুদ আলম, মুজাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশীদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।