কুলাউড়ায় আবু জাফর রাজু ও আব্দুল জব্বার ফাউন্ডেশন ইউকের খাদ্য সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ১০:৪৭ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু ও যুক্তরাজ্যস্থ আব্দুল জব্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই দফায় কুলাউড়া উপজেলার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে রমজানের শুভেচ্ছা উপহার পৌছে দেয়া হয়েছে। সোমবার(৪মে) ২য় দফায় উপজেলার তিন শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয় এই খাদ্য সহায়তা।
এর আগে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজুর অর্থায়নে মরহুম আব্দুল জব্বার (সাবেক সংসদ সদস্য) পরিবারের পক্ষ থেকে উপজেলার আরও তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব খাদ্য সহায়তায় ছিলো- চাল, ডাল, আলু , পিয়াজ, তেল ও ছোলা।
প্রধানমন্ত্রীর পিএস -২ আবু জাফর রাজু ও যুক্তরাজ্যস্থ আব্দুল জব্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা উপহার বিতরণ করেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।