সিলেটে ভোর রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা : নাজেহাল নগরবাসী, চরম দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীতে মঙ্গলবার ভোররাতের বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় ও এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন বাসা-বাড়ি ও সড়কে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ঘন্টাখানেকের এই বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক বাসা বাড়ি ও রাস্তাঘাট। এতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর লালাদিঘিরপার, কুয়ারপার, ঘাসিটুলা, নবাবরোড,বাগবাড়িসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাগুলোর কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পানি জনসাধারণকে বেশ ভোগান্তিতে ফেলেছে। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন বেশ কয়েকশত পরিবারের মানুষ।
বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার তরুন সমাজসেবক সোহাগ অনেকটা ক্ষোভের সুরেই জানান,নগরীর অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে এই রোজা-রমজানে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।এমনিতেই লকডাউন তার উপর বাসা-বাড়িতে পানি।এ যেন মরার উপড় খাড়ার ঘা।
লালাদিঘীরপারের,সুলেমান মিয়াকে বাসার ছাদে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তিনি বলেন,ঘরে পানি কি আর করা তাই বাসার ছাদে বসে আছি।
এ সকল রাস্তায় সুয়ারেজের লাইন থাকায় প্রচুর দূর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগও করেন অনেকে।