বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহভাজন আরও ৭জনের নমুনা সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহভাজন আরও ৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে আসা ১জন, মৌলভীবাজার ফেরত ১জন ও মৃদু উপসর্গযুক্ত ১জন রয়েছেন।
আজ সোমবার (৪ মে) তাদের নমুনা সংগ্রহ করে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়েছে।
গতকাল ৩ মে পাওয়া শেষ রিপোর্টে ২৮ এপ্রিল প্রেরিত ৫টি নমুনা ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে ৮৩ নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩৪টি নেগেটিভ ও ২টি পজেটিভ ফলাফল এসেছে। তবে এখনো ৪৭টি নমুনার ফলাফল অপেক্ষমাণ রয়েছে।
হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে ২ জন।
উল্লেখ্য, বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৪ এপ্রিল। তার সংস্পর্শে আসা আরেকজন শনাক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।