সিলেট সদরে নতুন আরও এক করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২০, ৭:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সদর উপজেলায় আরো এক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উত্তর হাটখোলা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই রোগী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে সেখান থেকে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাদের মধ্যে একজনের বাড়ী সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে। গতকাল রোববার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সে হাসপাতালে ইউরোলজী বিভাগে গত ২৯ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন।