হবিগঞ্জে প্রথম করোনা রোগীকে সুস্থ ঘোষণার অপেক্ষা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জে প্রথম শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগী মোফাজ্জল হোসেনকে সুস্থ ঘোষণার অপেক্ষায় জেলা স্বাস্থ্য প্রশাসন। বর্তমানে সে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জফেরত ওই ব্যাক্তির নমুনায় করোনা শনাক্ত হয়। পরবর্তিতে নির্দিষ্ট সময় পর তার নমুনা পুনরায় পরীক্ষার পরও পজেটিভ ফলাফল আসে। সর্বশেষ ২২ এপ্রিল এবং ২৬ এপ্রিল আরও দুইবার নমুনা প্রেরণ করা হয়। এর মাঝে মঙ্গলবার ঢাকার আইইসিডার থেকে জানানো হয়েছে ২৬ এপ্রিল প্রেরিত রিপোর্ট নেগেটিভ। কিন্তু ২২ এপ্রিল এর রিপোর্ট এখনও আসেনি। আমরা চেষ্টা করছি ওই রিপোর্টটি সংগ্রহ করতে। তারপর আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করব।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত আসা প্রতিবেদনে হবিগঞ্জে ৭৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।