চুনারুঘাটে বালু ব্যবসায়ীদের হামলায় আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাটে বালু উত্তোলনে বাধা দেয়ায় হামলার শিকার হয়েছেন সরকারি তিন কর্মচারী। তাদের পিটিয়ে জখম করেছে অবৈধ বালুর কারবারিরা। ঘটনাটি রবিবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের।
স্থানীয় সূত্র জানায়, আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করছিল একটি চক্র। রবিবার সকাল ৯ টায় তাদের বাধা দিলে ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুর রহমান শাফুর নেতৃত্বে হামলা হয়। সেখানে আহত হন উপজেলার শিরিকান্দি ভূমি অফিসের অফিস সহায়ক ফারুক আহাম্মদ,বিশগাঁও ভূমি অফিসের অফিস সহায়ক হোসাইন আহম্মদ ও জেলা প্রশাসকের সাধারন শাখার অফিস সহায়ক ছায়েদ আলী। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, ‘কর্মচারীদের উপর হামলার ঘটনা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।’