সিলেটে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ১০:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন হবিগঞ্জের এবং দুইজন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৯ জন।
আজ শনিবার (২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার।
জেলায় নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন জানিয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, তাদের একজন কমলগঞ্জ, অন্যজন শ্রীমঙ্গলের বাসিন্দা।