জগন্নাথপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ৯:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে লাভলী বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গড়গড়ি গ্রামের শামীম আহমদের স্ত্রী লাভলী বেগম পরিবারের লোকজনের অগোচরে শনিবার সকালে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক কুমার দে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।