গোলাপগঞ্জে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হেতিমগঞ্জে সিলেট মদন মোহন কলেজের মেধাবী ছাত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হকের উদ্যোগে এ সবজি বিতরণের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। এসময় প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে এ সবজি সামগ্রী বিতরণ করা হয়।
সবজির মধ্যে ছিল আলু, টমেটো, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ঢেঁড়স, ডাটাশাক, লাল শাক শশা, মাছ ইত্যাদি।
সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মনিরুল হক পিনু, গোলাপগন্জ উপজেলা যুবলীগ নেতা কবির আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উপ -দপ্তর সম্পাদক মনসুর হোসেন মুন্না, সিলেট জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, নাসির উদ্দিন পিন্টু, রিপন আহমদ, লিমন আহমদ, সাকিল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।
এসমর পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, উপজেলার ছাত্রলীগের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়। দেশের সংকটময় মূহুর্তে অসহায়দের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক বলেন, করোনা সংকটে মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই কার্যক্রম। আগামীতেও এই সাহায্য অব্যাহত থাকবে।